প্রচ্ছদ > খেলা > ফুটবল

যার নামে মেসির নাম তার সঙ্গে প্রথম দেখা আর্জেন্টাইন অধিনায়কের

article-img

সন্তান জন্মের পর নাম রাখা নিয়ে পৃথিবীতে অনেক গল্প রয়েছে। সন্তান জন্মের আগেই অনেক দম্পতি নাম ঠিক করে রাখেন। ছেলে হলে ‘অমুক’ আর মেয়ে হলে ‘তমুক’। আবার অনেক দম্পতি আছেন, যারা তাদের প্রিয় কোনো ব্যক্তিত্বের নামে সন্তানের নাম রাখেন।

 

লিওনেল মেসির মা-বাবা ছিলেন দ্বিতীয় ক্যাটাগরির। যারা নিজেদের প্রিয় সংগীতশিল্পীর নামে ছেলের নাম রেখেছিলেন। আর সেই সংগীতজ্ঞ হচ্ছেন লিওনেল রিচি। আমেরিকার গায়ক-সুরকারের নামেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নাম রাখেন হোর্হে মেসি ও সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি দম্পতি।

তবে তাদের প্রিয় গায়কের সঙ্গে ছেলে মেসির কখনো দেখা হয়নি।

 

গত বুধবার সেই অপেক্ষার অবসান হয়েছে। ফুটবলের রাজপুত্র আর সংগীতের রাজার দেখা হয়েছে ফ্লোরিডায়। ইন্টার মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে জয়ের ম্যাচে দেখা হয় দুই ভুবনের দুই তারকার।

সেদিন জোড়া গোল করে দলের নায়ক মেসি স্টেডিয়ামের টানেল ধরে মাঠ থেকে বের হওয়ার সময় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের গায়কের দেখা পান। দুজনের কুশল বিনিময় শেষে নিজের ইনস্টাগ্রামে ছবিটা শেয়ার করেন আশি-নব্বই দশকের জনপ্রিয় গায়ক। ক্যাপশনে লেখেন, ‘লিওনেলের সঙ্গে যখন লিওনেলের দেখা। আমার নামে ওর নাম রেখেছিলেন তার মা...আর আজ আমাদের দেখা। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

 

রিচির নামে মেসির নাম রাখার গল্প ২০১০ সালেই শুনিয়েছেন মা মারিয়া কুচ্চিত্তিনি। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে মেসির মা বলেছিলেন, ‘‘ওর (মেসি) জন্ম সহজ ছিল না। ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার ঝুঁকি নিতে না চেয়ে বলেন, লেবার ইন্ডিউস করবেন। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। এরপর নাম রাখা নিয়ে বিপত্তি বাধে।’

 

মেসির নাম রাখা নিয়ে বিপত্তির বিষয়ে মারিয়া কুচ্চিত্তিনি বলেছিলেন, ‘‘ছেলের জন্য তো নাম ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে ‘Lionel’। আমি বলি, এটা কী করলে তুমি! সে আমাকে বলল, আমরা দুজনই লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি।”